জগন্নাথপুরে বিএনপি পাইলগাঁও ইউনিয়নে আলোচনা সভায় নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত- কয়ছর এম আহমদ
- Update Time : ১১:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম. আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় বিএনপি সরকার গঠন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান। নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। সোমবার (১৮ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ও নবায়ন কর্মসূচী’র শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বিএনপিকে সুসংগঠিত ও সক্রিয় করতে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা হচ্ছে। পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক আলিম উদ্দীন মেম্বারের সভাপতিত্বে ও সৈয়দ জুবায়ের আহমদ আবুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, বিশেষ অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী সোহেল খান টুনু, বিএনপি নেতা আলিফ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএসপি নেতা মাওলানা রফিক মিয়া।




























