নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কানাইঘাটে নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি ছয় বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটি না পেয়ে চরম উৎকণ্ঠায় আছে তার পরিবার। নিখোঁজ মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। তার বাবা শামীম আহমদ বলেন, গত রোববার (৩ নভেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন। পরে মেয়েটি প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। বিকেল ৩টার পরও বাড়ি না ফেরায় পরিবার থেকে মেয়েটির খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি। পরে রাতেই কানাইঘাট থানায় একটি জিডি করা হয়। এদিকে শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করে বার বার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শিশু মুনতাহার খোঁজে এলাকাজুড়ে ছোটাছুটি করছেন আত্মীয়স্বজন। কেউ শিশুটির সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মুনতাহার বাবা (নম্বর-০১৭২৫-৫৫৯২৩২)।
পাঁচ দিন ধরে নিখোঁজ মুনতাহা, চরম উৎকণ্ঠায় পরিবার
৮ নভেম্বর ২০২৪, ৯:২০ অপরাহ্ন |
পোস্টটি ১৪০ বার পড়া হয়েছে