০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাঈদীকে স্মরণ করে আজহারীর আবেগঘন পোস্ট
- Update Time : ০২:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রখ্যাত মুফাসসিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণীবাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।’ ১৪ আগস্ট, আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, সাঈদী ছিলেন সম্পূর্ণ নির্দোষ এবং চিকিৎসার মাধ্যমে তাকে ‘হত্যা’ করা হয়েছে। সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান তিনি। একইদিন এক বিবৃতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণেই সাঈদীর মৃত্যু হয়। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দেয়নি এবং তার পরিবারের সদস্যদের শেষ সময়ে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। ডা. শফিকুর রহমান আরো অভিযোগ করেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা আদায়ের দাবিতে জনতা সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে বহু মানুষকে আহত করে। পরে পিরোজপুরের গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়, যেখানে লাখো মানুষ চোখের জলে তাকে বিদায় জানান। ড. আজহারীর পোস্টে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী আমিন উচ্চারণ করেন। কেউ কেউ মন্তব্যে লেখেন, সাঈদীর জীবন ও কর্ম নিয়ে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে প্রজন্মকে অবহিত করা জরুরি। আরেকজন দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে স্থান দেন এবং যারা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের হেদায়েত দান করেন বা শাস্তি দেন।




























