ঋদ্ধশ প্রদীপ জুম্মাবার,
দোয়ার ধ্বনি পৌঁছে সবার।
মসজিদভরা নূরের আলো,
বরকতে হয় মন ভালো।
গুনাহ মুছে হৃদয় সাফ,
জিকিরে মেলে স্বস্তি কাফ।
রহমত নেমে আসে সারি,
জুম্মাবারে সুখ তারই।
গুনাহ মুছে নেকি বাড়ে,
জিকির মনে সবার তরে।
গুণাহ মাফে নাজাত পাই,
জুম্মার বরকতে জান্নাত চাই।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ, মোবাইল: 01712745419










