রোদ উঠবে কি ঐ আকাশের
কালো মেঘের ফাঁকে
মেঘদূত যেন বৈ: বাতাসে
সূর্য কে রাখে ঢাকে?
অসুর মশাই চায় না রোদ
বায়না তাদের একই,
ক্ষমতার এই মঞ্চ নাটক
দেখি করে কে কী?
রাজপথে আজ হচ্ছে খেলা
পক্ষ দেখি চারটা,
উত্তম অধমের মুখ্য খেলায়
কোণঠাসা চারপাশটা।
তৃতীয় পক্ষ দেশের পুঁলিশ
নিরাপত্তা চায় দিতে,
চতুর্থ পক্ষ আমজনতা
পারছেনা আর নিতে।
কবি: আহমেদ সৈয়দ শাহনুর-
লিডস, যুক্তরাজ্য।










