ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ’র নির্দেশে হত্যা মামলার আসামী হাবিবুর রহমানকে (১৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের (লতিবপুর) গ্রামের মোঃ লিলফর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান। জগন্নাথপুর থানার এস আই মোঃ সাকিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পুলিশ পাহারায় আজ বুধবার (৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।