ডেস্ক রিপোর্ট :: বিয়ের দুই মাসের মাথায় ময়মনসিংহের গৌরীপুরে জান্নাতুল ফেরদৌস (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ময়মনসিংহ সদর উপজেলার চরনিলুক্ষীয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে।।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্ক ধরে গত ১২ সেপ্টেম্বর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের বিপুল মিয়ার সঙ্গে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। মঙ্গলবার বিপুল ও জান্নাতুলের ঝগড়া হয়। ঝগড়ার একপযার্য়ে বিপুল থাপ্পড় মারেন জান্নাতুলকে। পরে নববধূ নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জান্নাতুলের মরদেহ উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জান্নাতুলের বাবা আব্দুল লতিফ বলেন, মেয়ের বিয়ের মেহেদির রং হাত থেকে এখনো মুছেনি। এরমধ্যে মেয়েকে লাশ হতে হলো। আমার মেয়ের মরদেহ দেখেছি। কান দিয়ে রক্ত ঝরছে। আমার ধারণা শ্বশুড়বাড়ির লোকজন তাকে নির্যাতন করে মেরে ফেলেছে। এখন আত্মহত্যার প্রচার দিচ্ছে। আমি এ ঘটনার বিচার চাই। গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জান্নাতুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।
বিয়ের দুই মাসের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
৬ নভেম্বর ২০২৪, ৩:৩০ পূর্বাহ্ন |
পোস্টটি ১০৮ বার পড়া হয়েছে