আজ, , ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





দুই পক্ষের সংঘর্ষে আহত- ৩০

ডেস্ক রিপোর্ট :: জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সসয় সংঘর্ষ থামাতে গিয়ে আরো কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের ইকবাল মিয়া ও মাসুক খাঁর গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানাগেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঘরদাইর গ্রামের ইকবাল মিয়া ও মাসুক খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার জমি পরিমাপের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যার পুর্বে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. বি. এম মাঈদুল হাছান বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ