ডেস্ক রিপোর্ট :: এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ। হেরে যায় ৬-১ গোলে। এরপরও অন্য ম্যাচের ফল পক্ষে আসায় মূল পর্বের টিকিট পাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা। যদিও সেটা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বাছাইপর্বের ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলবে। তাদের সঙ্গে সেরা ৩ রানার্সআপও মূল পর্বে খেলার সুযোগ পাবে। অন্যান্য গ্রুপের হিসেব বলছে- সেরা ৩ রানার্সআপে থাকবে বাংলাদেশের নাম। দক্ষিণ কোরিয়ার কাছে হেরে রানার্সআপ দলগুলোর মধ্যে তিনে অবস্থান করে বাংলাদেশ। তাতে সমীকরণ নির্ভর করে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া-চায়নিজ তাইপে ও ‘ই’ গ্রুপে চীন-লেবানন ম্যাচের ওপর। লেবানন চীনের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ায় চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। শেষ ম্যাচ হারলেও বাছাইপর্বের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে আফঈদা খন্দকাররা জেতে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। টানা দুই ম্যাচ জেতায় কোরিয়ার সঙ্গে হার এড়ালেই মূল পর্বের টিকিট হাতে পেতো বাংলাদেশ। কিন্তু হেরে যাওয়ায় অপেক্ষা বাড়ে দলটির।










