সুনামগঞ্জ- ৩ আসনে জমিয়তের মনোনয়ন পেলেন মাওঃ হাম্মাদ গাজীনগরী
- Update Time : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ আগস্ট ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":29213,"total_drawing_time":442,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":6},"photos_added":2}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দলীয় মনোনয়ন পয়েছেন নির্বাচনী এলাকার নন্দিত আলেমে দ্বীন, মাওঃ হাম্মাদ মুহাদ্দিসে গাজীনগরী। আজ শনিবার (৯ আগষ্ট) পল্টনস্থ জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট ও চট্রগ্রাম বিভাগের সকল জেলা ও মহানগর শাখার নির্দিষ্ট ৫ জন দায়িত্বশীল যথাক্রমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ এবং দুই বিভাগের সংসদীয় আসনসমূহের চূড়ান্ত প্রার্থীদের মতবিনিময় সভা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুর ইসলাম আফেন্দীর পরিচালনায় এসময় উপস্থিত জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জগন্নাথপুর উপজেলা জমিয়তের যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা ফখর উদ্দিন দৈনিক জগন্নাথপুর পত্রিকাকে জানান, আজ শনিবার বিকেলে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তের একক প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকার জননন্দিত জননেতা মাওলানা হাম্মাদ মুহাদ্দিসে গাজীনগরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি জানান এই নির্বাচনী এলাকায় জমিয়তের নিজস্ব বিশাল ভোট ব্যাংক রয়েছে। এই আসনে বিগত প্রতিটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে দলের যোগ্য প্রার্থী হিসেবে মাওঃ হাম্মাদ মুহাদ্দিসে গাজীনগরীর বিজয়ের সম্ভাবনা শতভাগ আশাবাদী বলে দলের নেতাকর্মীরা মনে করছেন।
সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারন সম্পাদক, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী জানান, সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা হাম্মাদ গাজীনগরীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় তিনি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগতম জানান। মাওলানা হাম্মাদ মুহাদ্দিসে গাজীনগরী তিনি শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক ১০ বছরের সফল সাধারন সম্পাদক, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক, বিগত ১৮ দলীয় জোট সরকারের আমলে সুনামগঞ্জ-৩ আসনে জোট থেকে জমিয়তের প্রার্থীর নির্বাচনী সদস্য সচিব ছিলেন। নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের নেতাকর্মীরা জানান, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা হাম্মাদ মুহাদ্দিসে গাজীনগরী নির্বাচনী এলাকার সর্ব শ্রেণী-পেশার মানুষের কাছে একজন গ্রহণযোগ্য নন্দিত আলেমে দ্বীন হিসেবে এবারের নির্বাচনে তিনি জয়লাভ করার সম্ভাবনা অধিক।



























