আজ, , ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসায় প্রবাসীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ঐতিহ্যবাহী ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সাবেক মেধাবী ছাত্র, যুক্তরাজ্যের সিরাজাম মুনির জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা সামছুল আলম সুমনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সিলেটের জালালাবাদ (সদর) থানার সোনাতলাস্থ সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসা হল রুমে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সাওতুল মাদীনা তাহফিযুল কুরআন মাদরাসায় পরিচালক হাফিজ মাওলানা আশফাকুজ্জামান আদনানের সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল মজিদ নোমানের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি হাফিজ মাওলানা শামছুল আলম সুমন। সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন প্রতিষ্টানের শিক্ষক ও অনান্য অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরে মদিনা তাহফিযুল কুরআন মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ নূর আলম মাহদি, প্রতিষ্টানের সিনিয়র শিক্ষক হাফিজ সাইফুর রহমান তালুকদার, শিক্ষক হাফিজ কামিল আহমদ, শিক্ষক হাফিজ সাদিকুর রহমান, দারুল মদিনার শিক্ষক হাফিজ আজিজুর রহমান মন্জু প্রমূখ। এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ