বিএনপির একজন কর্মী হতে পেরে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি- কয়ছর এম আহমদ
- Update Time : ০২:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ বলেছেন, বিএনপির কমিটিতে কোনো অবস্থাতেই যেন আওয়ামী লীগের দোসর, ডেভিল, ডেভিল সহযোগীরা সুযোগ না পায়। তিনি বলেন, বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। এই দলের কর্মী হয়ে কাজ করা সৌভাগ্যের ব্যাপার। বুধবার (৩০ জুলাই) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ইউনিয়নের আক্তাপাড়া মিনাবাজারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কয়ছর এম আহমদ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য একটি মাত্র দল কাজ করে, আর সে দল হচ্ছে বিএনপি। বিএনপি দেশের জন্য প্রয়োজন। যে দল স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র অতন্দ্র প্রহরীর মতো কাজ করে সে দলের একজন কর্মী হতে পেরে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম—আহ্বায়ক আবুল কাশেম নাইম, আক্তারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন, বিএনপি নেতা লুৎফুর রহমান, আওলাদ হোসেন, এবাদুর রহমান এবাদ, নাজমুল হোসেন, হিফজুর রহমান চৌধুরী দিদার, দিলদার হোসেন, আবদুল হান্নান, হুসবান আহমদ চৌধুরী, তোফায়েল আহমদ, সাব্বির আহমদ, মজনু মিয়া, মুকিত মিয়া, মোমেন চৌধুরী, শাহিন মিয়া, মাস্টার শফিকুল ইসলাম, মাসুক আলী মেম্বার, হোসেন আহমদ, জগলু আহমদ, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, যুবদল নেতা মোহাম্মদ আলী চৌধুরী শাহ আলম, শ্যামল চৌধুরী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাৎ হোসেন কামরান, ছাত্রদল নেতা মানছুর আহমদ প্রমুখ।




























