আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





দীপ্তিময় পথ চলা : ইমামুল ইসলাম রানা

নৈতিকতাই জাতির আত্মা,
বিচার-বোধে গড়ে যত সত্বা।

সততাই উন্নতির চাবি,
মিথ্যে ত্যাগে জয়ী হবি।

পরিশ্রমই সফলতার মহাস্থান,
ঘামেই জ্বলে ভবিষ্যতের অস্থান।

সংস্কৃতিই জাতির পরিচয়,
ভাষা ও শিল্পে তা পরিচ্ছন্ন হয়।

উদ্যোগই উন্নয়নের মূল ভিত্তি,
চেষ্টা ছাড়া আসে না পরিতৃপ্তি।

ঐক্যই জাতির শ্রেষ্ঠ শক্তি,
ভেদ ভুলে গড়ি বন্ধন দৃপ্তি।

জ্ঞানই ভবিষ্যতের আলো,
পাঠশালায় আঁধার গোছালো।

শিক্ষাই উন্নয়নের প্রথম ধাপ,
গড়ে তোলে স্বপ্নের সুন্দর চাপ।

স্মৃতিই জাতির জীবন্ত ইতিহাস,
যা ভাসে বুকের অদৃশ্য নিশ্বাস।

তরুণরাই ভবিষ্যতের মেরুদণ্ড,
তাদের হাতেই উঠুক নতুন ছন্দ।

 

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ-

মোবাঃ +880 1712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ