জগন্নাথপুরে বিএনপির আলোচনা সভায় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে- কয়ছর এম আহমদ
- Update Time : ০২:৫৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":1797,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":0}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, আমরা বিশ্বাস করি রমজানের আগে নির্বাচন হবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। কয়ছর এম আহমদ তিনি আরো বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই। রোববার (২৭ জলাই) বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য ও নবায়ন এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক মোঃ ফখরুল ইসলাম খান, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ ও বাবুল খান মুন্নার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়

প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত সদস্য এডভোকেট মোঃ আব্দুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা জাসসাসের আহবায়ক শেরে গুল, সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, যুগ্ম আহবায়ক হাজী আব্দুস সোবহান, যুগ্ম আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, সদস্য লুৎফুর রহমান, মির্জা আবুল কাশেম স্বপন, আশারকান্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ কাবেরী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, রাসেল বক্স, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আশারকান্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, আশারকান্দী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক, সাধারন সম্পাদক শামীম আহমদ, সহ-সভাপতি ছুরুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম, যুবদল নেতা এনামুল হক মেম্বার, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য টিপু মিয়া, আশারকান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জামাল আহমদ, সাবেক ছাত্রনেতা জনি চৌধুরী, আশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাকিল আহমদ, ছাত্রনেতা সুমন আহমদ। শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, আশারকান্দী ইউনিয়ন ছাত্রদল নেতা রেজন আহমদ। আলোচনা সভায় প্রায় ৫ শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।



























