আজ, , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুর্নীতির মহামারী থেকে দেশকে রক্ষার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি «» ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন «» শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা «» খেলাফত প্রতিষ্ঠার কাজ করে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করতে চাই- এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী «» ওয়াজ মাহফিল নিয়ে একটি পক্ষের ফায়দা হাসিলের চেষ্টা «» বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন «» কথা বলব ভেবে চিন্তে «» বিশ্বনাথে দেবরের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ ভাবির «» শায়খুল হাদিস রাহ. আজীবন খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন- মাওঃ নুরুদ্দিন «» শান্তিগঞ্জে স্থাপিত হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল: আনুষ্ঠানিক ভাবে ২ কোটি টাকা মূল্যের জায়গা দান করলেন ডা. আবু সাঈদ ও তাঁর সহধর্মিণী ডা. সুলতানা





বিয়ের দাবিতে কিশোরীর অনশন, গাছে বাঁধা হলো রানাকে

ডেস্ক রিপোর্ট :: বিয়ের দাবিতে এক কিশোরী দুদিন ধরে অনশন করেন প্রেমিকের বাড়িতে। পরে প্রেমিকের চাচা মীমাংসার আশ্বাস দিয়ে অনশন ভাঙিয়ে জিম্মায় নেন ওই কিশোরীকে। শনিবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত মীমাংসার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে না পেয়ে এলাকাবাসী কিশোরীর বাড়ির সামনে ওই প্রেমিককে ধরে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। প্রেমিকের নাম আনোয়ার হোসেন রানা (৩১)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের আব্দুল মালেকের ছেলে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে পারিবারিক কলহের জেরে আনোয়ার হোসেন রানাকে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে গেছেন। এরপর থেকে পাশের বাড়ির ৮ম শ্রেণি পড়ুয়া দূর সম্পর্কের এক ভাতিজির সঙ্গে সম্পর্কে জড়ান। বিয়েতে রাজি না হওয়ায় ওই কিশোরী গত বৃহস্পতিবার দুপুরে রানার বাড়িতে গিয়ে ওঠেন। গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) মেয়েটি বিয়ের দাবিতে তার প্রেমিক রানার বাড়িতে অবস্থান নেন। এরপর রানার চাচা আব্দুল বারেক মেয়েটিকে মীমাংসার আশ্বাস দিয়ে শনিবার (১২ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়ে তার জিম্মায় নেন। শনিবার (১২ অক্টোবর) বিকেল পর্যন্ত তার কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় গরুর বহর নিয়ে বাড়ি ফেরার পথে আটকিয়ে রানাকে ধরে নিয়ে গিয়ে ওই কিশোরীর বাড়ির সামনে গরুর রশি দিয়ে গাছে বেঁধে রাখেন এলাকাবাসী। এলাকার শত শত লোক এ দৃশ্য দেখতে ভিড় জমায়। বাঁধা অবস্থায় রানা জানান, এই কিশোরীর বাড়িতে আসা-যাওয়ার অভিযোগে তার স্ত্রী তাকে সন্দেহ করতেন। এ কারণে ৯ মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।

প্রেমিকের চাচা আব্দুল বারেক বলেন, আমি সালিশের কথা বলে মেয়েকে বুঝিয়ে আমার জিম্মায় আমার বাড়িতে রেখেছিলাম। সমাধানের কথায় দুপক্ষ বসেন। একপর্যায়ে মেয়ের পক্ষের লোক বলে মেয়েকে হাজির করেন। পরে মেয়ের বয়স হয়নি এ কথা বলে তারা মেয়েকে নিয়ে চলে যায়। চলে গিয়ে ছেলেকে রাস্তায় পেয়ে ধরে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। সন্ধ্যায় পুলিশের কাছে তুলে দিয়েছেন। মধুপুর থানার ওসি এমরানুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ