আজ, , ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মসজিদের ইমামের পরিবারকে কোণঠাসা করতে রাস্তা বন্ধ

ডেস্ক রিপোর্ট :: একটি শত বছরের পুরাতন রাস্তা হঠাৎ বন্ধ করে দিয়েছেন একই গ্রামের ৪ ব্যক্তি। এতে চরম বিপাকে পড়েছেন রাস্তা দিয়ে চলাচলকারী একটি মসজিদের ইমামের পরিবারের ১৮ জন সদস্য। স্থানীয়ভাবে মেম্বার চেয়ারম্যান রাস্তা বন্ধকারী ব্যক্তিদের রাস্তাটি খুলে দেওয়ার জন্য বললেও দখলদাররা মোটা অংকের টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মাওলানা মুজিবুর রহমান। ঘটনাটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের রংগিরকুল গ্রামে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী মুজিবুর রহমান কুলাউড়া থানায় একটি এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবরে অপর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, রংগিরকুল গ্রামের মুজিবুর রহমান তার পিতা ও দাদারা যে রাস্তা দিয়ে যুগ যুগ থেকে চলাচল করে আসছিলেন সেই রাস্তাটি গত কিছুদিন পূর্বে একই গ্রামের আব্দুল জব্বার, হায়দার আলী, ইলিয়াছ আলী ও করিম মিয়া রাস্তার উভয় পাশে নেটের বেড়া দিয়ে প্রথমে রাস্তা তাদের দখলে নেয়। পরে বাঁশের খুঁটি আড়াআড়িভাবে দিয়ে রাস্তাটি একেবারেই বন্ধ করে দেয়।

 

এতে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমানের ১৮ সদস্যের পরিবার পড়েছেন চরম বিপাকে। স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে তাদের কথা শুনেননি আব্দুল জব্বার গংরা। রাস্তা খুলে দিতে মুজিবুর রহমানের কাছে মোটা অংকের টাকা দাবি করে আসছে। চাঁদা দিতে না পারায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন মসজিদের ইমাম মুজিবুর রহমান।

 

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল জব্বার জানান, রাস্তাটি পুরাতন হলেও তাদের অংশে পড়েছে। তাই জমির মূল্যবান অর্থ পরিশোধ করলে কিংবা বিকল্প জায়গা দিলে আমি রাস্তাটি খুলে দেব।

 

কুলাউড়া থানার ওসি গোলাম আপসার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসার নিয়োগ করে দিয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) শাহ জহিরুল হোসেন বলেন, সরেজমিন আমি ঘটনাস্থলে যাব। রাস্তা বন্ধ করা ঠিকই হয়নি। আমি বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ