জগন্নাথপুরে বেড়েছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
- Update Time : ০৪:২৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে। অসহনীয় গরমের মধ্যে দিন-রাত ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়েছেন উপজেলাবাসী। কয়েকদিন ধরে জগন্নাথপুরে ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের লোডশেডিং চলছে। এতে উপজেলাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ফেসবুক পোষ্ট ও হোয়াটসাপ স্টরিতে চলছে প্রতিবাদের ঝড়। অসহনীয় গরমের মধ্যে দিন-রাত চলছে বিদ্যুতের আসা যাওয়া। তীব্র গরমের মধ্যে অসহনীয় বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলার মানুষ। জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন জানান, তীব্র এই গরমের মধ্যে বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ের কারনে একদিকে মানুষের কষ্টের শেষ নেই অন্যদিকে গরমের কারনে রাতের বেলা মানুষের ঘুমও নেই। ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন তিনি জগন্নাথপুর উপজেলার বিদ্যুতের এই সমস্যা সমাধানে বিদ্যুৎ কর্মকর্তারদের এগিয়ে আসার আহবান জানান।




























