সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে শতাধিক পরিবারে সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৩:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":21594,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্যে বসবাসকারী সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডির উদ্যোগে অসহায়- দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধরাইল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও সমাজকর্মী আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী প্রভাষক মাওলানা শায়খ সৈয়দ মসহুদ হুসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কবি সৈয়দ শাহনুর আহমদ। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজসেবক চুনু মিয়া, সৈয়দ মুক্তার আলী শাবান, সমাজসেবক আনোয়ার হোসেন আনা, কারি আব্দুল তাহিদ, বারিক মিয়া, কাওছার আহমদ, সেলিম মিয়া, ডাক্তার সোহেল আহমদ, ইউপি সদস্য সোহেল মিয়া, তাজুল জিম্মাদার, আব্দুল লতিফ, মাওলানা সৈয়দ নুর আলী, জুয়েল জিম্মাদার, সৈয়দ শরিফ আহমদ, আজিজুল হক, সৈয়দ ইস্তেকার আলী, শেখ রুকেছ আহমদ, ছাত্রনেতা আব্দুল আহাদ, সুজাত আহমদ, সৈয়দ শামিম আহমদ প্রমূখ।

এছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অংশ নেন। খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের আর্থ সামাজিক সেবামূলক সংগঠন “সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডি”র পক্ষ থেকে সার্কেলের বিভিন্ন গ্রামের অসহায়- দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বক্তারা বলেন, প্রবাসীরা বিদেশের মাঠিতে কষ্ট করে উপার্জন করেন। দেশের মানুষের কথা চিন্তা করে তাদের উপার্জনের একটা অংশ এলাকার মানুষের কল্যাণে সহযোগিতা করেন এটা তাদের জন্য অনেক বড় একটি ত্যাগ। প্রবাসীদের সংগঠন সার্কেল ২৫ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে বিডি’র আর্থ সামাজিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়ে বক্তারা বলেন এই সংগঠনের সহযোগিতায় আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ।



























