জগন্নাথপুর পৌরসভার ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা
- Update Time : ০২:১৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":32081,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ২১ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন জগন্নাথপুর পৌরসভার প্রশাসক মোঃ বরকত উল্লাহ। এতে ব্যয় দেখানো হয় ২১ কোটি ২৮ লাখ ৫০ হাজার ও উদ্বৃত্ত দেখানো হয় ১০ লাখ টাকা। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার কনফারেন্স রোমে অনুষ্ঠিত বাজেট পেশ অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও উপ-সহকারী পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলী আহমদ ও গীতাপাঠ করেন সতীশ গোস্বামী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাংবাদিক সানোয়ার হাসান চুনু, জহিরুল ইসলাম লাল মিয়া, অমিদ দেব, আব্দুল ওয়াহিদ, রিয়াজ রহমান, মোঃ শাহজাহান মিয়া, হুমায়ূন কবির, ইয়াকুব মিয়া, গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, হুমায়ুন কবির ফরিদি, মুকিম রহমান, আমিনুল হক শিপন, আমিনুর রহমান জিলু, আলী হোসেন খান প্রমূখ। এসময় জগন্নাথপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ হেলাল আবেদীন, জগন্নাথপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সোহরাব হোসেন, জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মাহবুব আলম সহ পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন প্রমূখ।



























