০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- Update Time : ০২:১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: লক্ষ্মীপুরের রামগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মনু মিয়া নামের এক ব্যক্তি দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও বাজারে প্রতিবাদ মিছিল হয়। অভিযুক্ত ছোট মনু মিয়া ইউনিয়নের নোয়াগাঁও পাঠান বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছোট ছেলে। জানা গেছে, গত শুক্রবার পশ্চিম নোয়াগাঁও গ্রামে শিশু মরিয়মকে ধর্ষণ করে ছোট মনু মিয়া।বর্তমানে শিশুটি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । ঘটনার পর স্থানীয়রা রামগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের কাছে সরাসরি অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এ ব্যাপারে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আমরা দ্রুত ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।





























