০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

  • Update Time : ০১:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরার তালায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক হাফেজ মো. সরিফুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণটিটুনিতে হত্যাকারী রাজু গাজী (৩৫) নিহত হন। রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার ভেতরেই এ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে জানা গেছে। নিহত হাফেজ মো. সরিফুল ইসলাম উপজেলার শাহপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীনের ছেলে। অপর নিহত রাজু গাজী একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে। ঘটনার পর তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি সদস্য সামসুল হুদা পল্টু হত্যার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম গাজী দুপুর ৩টার দিকে খাওয়া দাওয়া শেষে মাদ্রাসায় যায়। এ সময় এলাকার মানসিক ভারসাম্যহীন রাজু গাজী মাদ্রাসার ভেতরেই পেছন দিক থেকে গিয়ে গাছ কাঁটার দা দিয়ে হাফেজ সরিফুলকে কোপ দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়। এলাকাবাসী বলেন, রাজু একজন নেশাখোর। মাদকের নেশা করতে করতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন কালবেলাকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

Update Time : ০১:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ডেস্ক রিপোর্ট :: সাতক্ষীরার তালায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক হাফেজ মো. সরিফুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণটিটুনিতে হত্যাকারী রাজু গাজী (৩৫) নিহত হন। রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার ভেতরেই এ হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে জানা গেছে। নিহত হাফেজ মো. সরিফুল ইসলাম উপজেলার শাহপুর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দীনের ছেলে। অপর নিহত রাজু গাজী একই গ্রামের মোস্তফা গাজীর ছেলে। ঘটনার পর তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি সদস্য সামসুল হুদা পল্টু হত্যার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, শাহাপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শরিফুল ইসলাম গাজী দুপুর ৩টার দিকে খাওয়া দাওয়া শেষে মাদ্রাসায় যায়। এ সময় এলাকার মানসিক ভারসাম্যহীন রাজু গাজী মাদ্রাসার ভেতরেই পেছন দিক থেকে গিয়ে গাছ কাঁটার দা দিয়ে হাফেজ সরিফুলকে কোপ দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী রাজুকে ধরে গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়। এলাকাবাসী বলেন, রাজু একজন নেশাখোর। মাদকের নেশা করতে করতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন কালবেলাকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ