বিপদে প্রিয়জন ফাউন্ডেশনের পুর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার (১ অক্টোবর) ভার্চুয়াল নির্বাচনের মধ্য দিয়ে গঠন সম্পন্ন হয়েছে। তানভীর আহমদ ও পলি বেগমকে প্রধান নির্বাচন কমিশনার করে ভোট প্রদান অনুষ্ঠিত হয় রাত ৯টায়। এতে ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ছালিম (আকাশ), সহ-সভাপতি মাহমুদ আহমদ জামিল, সাধারণ সম্পাদক ফারহান আহমদ, যুগ্ম সম্পাদক সামিরা চৌধুরী জান্নাত, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মোছাঃ পলি বেগম, প্রচার সম্পাদক মামুন আলী, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহ-অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, আইন বিষয়ক সম্পাদক মুমিনুল ইসলাম শিকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাম্মী চৌধুরী আলভী, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার প্রিয়ামণি, শিক্ষা বিষয়ক সম্পাদক আনিকা তাবাসসুম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোছাঃ তানজিনা আক্তার তুহি, ধর্ম বিষয়ক সম্পাদক আবু তালেব, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এম এ মান্না, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সালেহ মিছবাহ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ রাজ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সোমা আক্তার সুমাইয়া। সদস্যরা হলেন, মাহফুজ আহমদ মাহিম, নাসিম হোসাইন, কামিল শিকদার, রাফিনা বেগম, মো. সৌরভ মিয়া, জান্নাতুল মুনতাহা, ফাতেমা আক্তার, আশরাফ আহমদ তানভীর সহ মোট ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি