নিজস্ব প্রতিবেদক :: সিএনজি (অটোরিকশা) গাড়ি চুরির সাথে জরিত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে মৌলভীবাজার জেলার সদর থানার শেরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে একটি চুরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোখলেছুর রহমান মোখলেছ (৪০)। কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার রসুলপুর গ্রামের মৃত ছেনু মিয়ার পুত্র। বর্তমানে সিলেট সদর উপজেলার মেন্দিভাগ এলাকায় বসবাস করছিলেন তিনি। উদ্ধারকৃত পুরাতন সিএনজি চালতি অটোরিকশার চসেসি নং- MD2AAAF ZZPWD10270 ইঞ্জনি নং- AAMBPD42342 বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানিয়ে ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বলেন, সিএনজি অটোরিকশার প্রকৃত মালিকের খোঁজ পাওয়া গেলে আইনী মাধ্যমে গাড়িটি হস্থান্তর করা হবে।