জগন্নাথপুরে মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকের রাজকীয় বিদায়
- Update Time : ১১:৫১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":45080,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মাদ্রাসার ৪৭ বছরের শিক্ষক ও জামে মসজিদের ইমামকে নানা আয়োজন ও সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। জগন্নাথপুরে এমন রাজকীয় বিদায় সংবর্ধনা এই প্রথম। এর আগে কখনো উপজেলায় এমনভাবে কোনো শিক্ষক ও ইমামকে বিদায় দেওয়া হয়নি। বিদায়ী শিক্ষক তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের জামিয়া ইসলামিয়া হাফিজিয়া সোনাতনপুর মাদ্রাসার শিক্ষক ও জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাঈল (নোয়াগাওর হুজুর)। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সোনাতনপুর মাদ্রাসার হলরুমে মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসীর পক্ষথেকে বিদায় দেওয়া হয় নানা আয়োজনের মধ্যে দিয়ে। সোনাতনপুর মাদ্রাসার সাবেক সিনিওর শিক্ষক মাওলানা আবু আলীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষা-সচিব হাফিজ মাওলানা শামসুদ্দিন কামালীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শিক্ষ-সচিব মাওলানা সৈয়দ মছরুর আহমদ কাসেমী, সোনাতনপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ আতিকুর রহমান, সোনাতনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা ফারুক আহমদ, মাওলানা ইলিয়াস আহমদ, মরহুমা রাশেদা হক ফাউন্ডেশনের স্বনামধন্য পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জিয়াউল হক জিয়া, মাওলানা আবুল কালাম, তেঘরিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শাহ জুনাইদ সিদ্দিকী, সমাজকর্মী শাহিন আহমদ তালুকদার, ছাত্রনেতা আব্দুল আহাদ, হাফিজ আমির হোসাইন প্রমূখ। বিদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা ইসমাঈল (নোয়াগাওর হুজুর) জানান, মাদ্রাসার শিক্ষক হিসেবে প্রায় ৪৭ বছর ছিলাম। বিদায় বেলায় এলাকাবাসীর পক্ষ থেকে এত ভালোবাসা ও সম্মান দেওয়ায় আমি সত্যিই আনন্দিত। বিদায়ী শিক্ষক তিনি মাদ্রাসার জামে মসজিদের ইমামও ছিলেন প্রায় ২৫ বছর। তিনি বার্ধক্যের কারণে দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। বিদায় বেলায় মুসল্লিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। নানা আয়োজন ও সংবর্ধনার মধ্য দিয়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে তাকে। এলাকাবাসী জানান, বিদায়ী শিক্ষক মাওলানা ইসমাঈল (নোয়াগাওর হুজুর) দীর্ঘ প্রায় ৪৭ বছর দ্বিনী শিক্ষায় আমাদেরকে আলোকিত করেছেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে মাদ্রাসার দীর্ঘ ৪৭ বছরের স্বনামধন্য শিক্ষক ও ইমামকে তুলে দেওয়া হয় নগদ ২ লাখ ১৫ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে অনুষ্ঠানে ফুলের মালায় সুসজ্জিত করা হয় তাকে। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে মাদ্রাসার মুহতামিম ঘোষণা করেন বিদায়ী শিক্ষক ও জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাঈল (নোয়াগাওর হুজুর)-কে প্রতি বছর একটা হাদিয়া পাঠিয়ে দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মাওলানা আবু আলীর মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা সভার সমাপ্ত হয়।




























