ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ (ওয়াক্কাস) উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর পৌর পয়েন্টস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা এরশাদ খান আল আল হাবিবের সভাপতিত্বে ও কবি আসাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জমিয়তের সহ-সভাপতি সৈয়দ তালহা আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ফেরদৌস রুম্মান, জেলা জমিয়তের সহ-সভাপতি শায়েখ মাওলানা হোসাইন আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র যুগ্ম-আহবায়ক মাওলানা খলিলুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি এম আব্দুল হাফিজ, জেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক এম শাহীনুর রহমান শাহীন, জেলা যুব জমিয়তেরর সদস্য সচিব মাওলানা সালিক আহমদ, মাওলানা হাফিজুর রহমান (আল ইসলাহ), সুনামগঞ্জ সদর উপজেলা যুব জমিয়তের যুগ্ম আহবায়ক মাওলানা ওয়েস আহমদ, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মারজান আহমদ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফাজ উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন জমিয়তের আহবায়ক শামসুল ইসলাম প্রমুখ।
কবি আসাদ চৌধুরীকে আহবায়ক ও আখতার হোসাইনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা যুব জমিয়ত এবং ছাত্র জমিয়ত উপজেলা শাখার সৈয়দ আকরামকে আহবায়ক ও লোকমান আহমেদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সভার প্রধান অতিথি সৈয়দ তালহা আলম।
এছাড়া, জাহেদ আহমদকে (হবীবপুর) আহবায়ক এবং জাভেদ আহমদকে (জগন্নাথপুর) সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত জগন্নাথপুর পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শতাধিক ছাত্র এবং যুব জমিয়ত কর্মীর উপস্থিতিতে সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ আসনে অতীতের ন্যায় জমিয়তের প্রার্থী হিসেবে চান এবং সৈয়দ তালহা আলমকে সমর্থন করেন নেতাকর্মীরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তালহা আলম জমিয়তের ১২ দলীয় জোটের মাধ্যমে নিকট অতীতের আন্দোলন সংগ্রামের কথা তোলে ধরেন এবং জগন্নাথপুর- শান্তিগঞ্জের মতো জমিয়তকে সুসংঘটিত করার প্রত্যয় করেন।