কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
ছালার রাজনীতি,
সব জায়গায় স্বজন প্রীতি,
লেবাসধারী শয়তানের কূটনীতি,
স্বার্থের জন্য করে দূর্নীতি।
ইসলামী রাজনীতি হবে দ্বীনের জন্য,
কিছু সংখ্যক নেতা স্বার্থের জন্য হন্য।
যে জ্ঞান করেছে অর্জন,
স্বার্থ চোখে পড়লে জ্ঞান করে বর্জন।
মুরুব্বীদের কিছু কিছু বাণী শুনেছি যখন,
বয়স যতই হচ্ছে বাস্তবে দেখেছি এখন।
ভাব সম্প্রসারণ জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো,
হাদীসে এসেছে তার কাজ কর্ম সব মূলের দিকে দাবীত হয় এটাই সত্য কথা কালো।
কিয়ামতের আলামত বাস্তব দৃশ্যমান,
জাতপাতের বর্ণনায় প্রতিয়মান।
বান্দা বান্দী আল্লাহর গোলাম,
অহংকার চলে আসে জাতপাতে বুঝলাম।
ময়ূর দেখতে কতইনা সুন্দর অহংকারের শেষ নাই,
যখন তার পায়ের দিকে থাকায় আসলটা ফুটে ভাই।
মানুষের প্রতি আল্লাহর দয়ার শেষ নাই,
আল্লাহর দয়াতে জীবন কাটাতে চাই।
লেখক:- কাজী ও সাংবাদিক।










