০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রেমের টানে ধর্ম ছেড়ে প্রেমিকাকে বিয়ে

  • Update Time : ১১:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":54750,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভালোবাসার মানুষকে পেতে লিমন কর (১৯) নামের এক হিন্দু তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন খাদিজা বেগম (১৪) নামের এক তরুণীকে। লিমন কর নাম পরিবর্তন করে আব্দুল মোমিন রেখেছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকায়। জানা গেছে, লিমন কর জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের নিল কান্ত করের ছেলে। অপর দিকে হবিগঞ্জের নবীনগঞ্জ উপজেলার গহরপুর গ্রামের বারিক হোসেন বাচ্ছু মিয়ার মেয়ে খাদিজা বেগম। তারা প্রেমিক-প্রেমিকা জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর এলাকায় বসবাস করে এবং তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় তাঁরা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। রোববার (২৯ জুন) তারা সিলেট আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। খাদিজা বেগমের পরিবার পুলিশের সহায়তায় আজ বুধবার (২ জুলাই) দুপুরে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার এস আই দিপংকর হালদার জানান, অভিযোগ পেয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের খাদিজা বেগমের ঘর থেকে লিমন করকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লিমন করের পিতা নিল কান্ত করের জিম্মায় তার ছেলেকে বুঝিয়ে দেওয়া হয়। এদিকে খাদিজা বেগমের পরিবার বিয়ের স্বীকৃতি দিয়ে তাঁদেরকে বাড়িতে নিয়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে প্রেমের টানে ধর্ম ছেড়ে প্রেমিকাকে বিয়ে

Update Time : ১১:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভালোবাসার মানুষকে পেতে লিমন কর (১৯) নামের এক হিন্দু তরুণ ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছেন খাদিজা বেগম (১৪) নামের এক তরুণীকে। লিমন কর নাম পরিবর্তন করে আব্দুল মোমিন রেখেছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকায়। জানা গেছে, লিমন কর জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের নিল কান্ত করের ছেলে। অপর দিকে হবিগঞ্জের নবীনগঞ্জ উপজেলার গহরপুর গ্রামের বারিক হোসেন বাচ্ছু মিয়ার মেয়ে খাদিজা বেগম। তারা প্রেমিক-প্রেমিকা জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর এলাকায় বসবাস করে এবং তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় তাঁরা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। রোববার (২৯ জুন) তারা সিলেট আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। খাদিজা বেগমের পরিবার পুলিশের সহায়তায় আজ বুধবার (২ জুলাই) দুপুরে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে জগন্নাথপুর থানার এস আই দিপংকর হালদার জানান, অভিযোগ পেয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের খাদিজা বেগমের ঘর থেকে লিমন করকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে লিমন করের পিতা নিল কান্ত করের জিম্মায় তার ছেলেকে বুঝিয়ে দেওয়া হয়। এদিকে খাদিজা বেগমের পরিবার বিয়ের স্বীকৃতি দিয়ে তাঁদেরকে বাড়িতে নিয়ে যায়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ