জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি
- Update Time : ০৪:২২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। জগন্নাথপুর বাজারে আবারো মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৩টার দিকে জগন্নাথপুর পুরাতন থানা সংলগ্ন হাজী ফিরোজ মিয়া মার্কেটস্থ হক মোবাইল সেন্টারের ছাদের টিন কেটে মুখে গামছা বেঁধে প্রবেশ করে চুরেরা। দোকানে ঢুকে দামি নতুন ও পুরাতন মোবাইল সেটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। হক মোবাইল সেন্টারের মালিক জহিরুল হক মিলন জানান, সিসিটিভি’র ফুটেজে দেখা গেছে, দোকানের ছাদের টিন কেটে মুখে গামছা বেঁধে প্রবেশ করে চুরেরা। এসময় ৬৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়। চুরি যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল গুলোর বাজার মূল্য সাড়ে ৬ লক্ষ টাকা। এছাড়া দোকানের দুটি ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। মোবাইল ফোন, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




























