আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





মানুষকে চেনা বড় দায়

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

মানুষকে চেনা বড় দায়,
তার ভিতরে কি আছে জানে এক মাত্র খোদায়।

মানুষকে চেনা বড় দায়,
মানুষকে চেনে এক মাত্র তার মত গাদায়।

মানুষকে চেনা বড় দায়,
মানুষ যে অমানুষ জানে ঐ মানুষটায়।

মানুষকে চেনা বড় দায়,
যে মানুষটা সোজা তার মত ভেবে তার সময় যায়।

মানুষকে চেনা বড় দায়,
ভিতরে কি আছে বুঝে তার মত মানুষটায়।

মানুষকে চেনা বড় দায়,
মানুষ সবাই কে কাকে চিনে যে আছে যে দ্বান্দ্বায়।

মানুষকে চেনা বড় দায়,
মানুষ মানুষকে আপন করে নেয়া যায়।

মানুষকে চেনা বড় দায়,
যাকে আপন ভাবা যায় তার ভিতরে আরেকটা দেখায়।

মানুষকে চেনা বড় দায়,
দেখতে সহজ সরল নিজের সূখের জন্য ভাজা মাছ খায়।

মানুষকে চেনা বড় দায়,
দেখতে সম্ভ্রান্ত ভিতরে প্রবেশে কেমন বুঝা যায়।

মানুষকে চেনা বড় দায়,
প্রকৃত মানুষ তার মত করে সবাইকে কাছে চায়।

মানুষকে চেনা বড় দায়,
মানুষের চরিত্র জীবনের সূখ দ:খের গান গায়।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ