জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার
- Update Time : ১২:১৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ ও মারধরের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, প্রেমিকার সাথে প্রেমিকের ৬ মাসের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে ধর্ষণের পর প্রেমিকাকে মারধর করে প্রেমিক। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞাঁর নির্দেশে থানার এস আই দিপংকর হালদারের নেতৃত্বে একদল পুলিশ বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সমধল গাঙ্গপার এলাকা থেকে গুরুতর জখম ও মুমুর্ষু অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে। গুরুতর আহত ওই তরুণীকে চিকিৎসার জন্য প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই (আমবাড়ী) গ্রামের মোঃ আবরুছ মিয়ার ছেলে প্রেমিক মোঃ জাবেরকে (৩৮) গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রেমিক মোঃ জাবেরকে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





























