ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতিসন্তান সৈয়দ আলী হাসান যুক্তরাজ্যে কৃতিত্বের সহিত মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছে। যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই ডিগ্রি অর্জন করেন। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (ইশানকোনা) গ্রামের মৃত্যু সৈয়দ মক্কর আলী মিয়ার ছোট ছেলে।
জানা যায়, সৈয়দ আলী হাসান দেশে থাকাকালীন সময়ে তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান। এদিকে সৈয়দ আলী হাসান ভবিষ্যতে সফলতা কামনা করে দেশ-বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।