কথার মতো কথা বলো
কথার মাঝে মিঠা,
কথার মাঝে মায়া আছে
কথার মাঝে নিডা।
কথার মাঝে মধুরতা
কথার মাঝে বিষ,
কথার মত কথা বলে
স্বস্তি খুঁজে নিস।
কথায় কথায় কথা বাড়ে
কথায় বিবাদ হয়,
কথার গুনে কথা দিয়ে
করতে হবে জয়।
কথার মাঝে ভালোবাসা
কথায় জীবনবন্দি,
কথার মত শিখতে কথা
আজকে করো সন্ধি।
কথার মতো কথা শিখে
বিশ্ব করো জয়,
সুশ্রী কথন কর যতন
থাকবে না আর ভয়।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ- 01712-745419










