আজ, , ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





হিংসা ছেড়ে সত্যকে খোঁজ

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

এক সেকেন্টের নাই ভরসা,
মরণকে গেছো ভূলে করছি তামাশা।

প্রতি হিংসায় জলছি,
সত্যকে আড়াল করছি।

অবশেষে খোঁজে দেখছি,
সত্যকে মিথ্যা বানিয়ে নাটক বুঝি?

জীবন হবে অবসান,
গাহি সাম্যের গান।

দূ:খ কষ্ট নিয়ে জীবন,
সত্যকে করি বরণ।

যত বাঁধা আসুক,
ন্যায়ের পক্ষে লড়ুক।

সত্যের জয়,
সদা সর্বদা হয়।

মরতেতো হবে এক দিন,
কর্মের ফল পাবো সে দিন।

প্রকৃতি বড় কঠিন জ্ঞান রাখতে হয়,
কর্মের ফল ইহ জগতেই ভোগতে হয়।

কারো সাথে বিরোধ নয়,
অজান্তেই পর নিন্দায় ব্যস্ত রয়।

হিংসা ছেড়ে সত্যকে খোঁজ,
তখন শান্তি পাবে অন্তর।

লেখক: কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ