আজ, , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» প্রয়োজনে লাশ তুলে ময়নাতদন্ত হবে, গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা «» জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে হেফাজতের হুঁশিয়ারি «» মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা «» পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর «» জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস পাইলগাও ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন «» জগন্নাথপুর বিএনপি নেতা আখলুল করিমকে যুক্তরাজ্যে সংবর্ধনা «» চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির «» বিশ্বনাথে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» নির্বাচনী অনুমতিতে সিলেটবাসীর কাছে দোয়া চাইলেন আরিফুল হক «» পরিত্যক্ত বাঁশ ঝাড়ের নিচ থেকে নবজাতক শিশু উদ্ধার





সিলেট মদন মোহন সরকারি কলেজ হিসাব বিজ্ঞান ক্লাব’র ঈদ পূণর্মিলনী

কাজী জমিরুল ইসলাম মমতাজ :: সিলেটের মদনমোহন সরকারি কলেজ কমার্স ফ্যাকাল্টি তারাপুর ক্যাম্পাসের’ হিসাব বিজ্ঞান ক্লাব’ অনার্স ৯৭ /৯৮, মাস্টার্স ২০০০ সেশনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান হোটেল ক্রাউন পার্কএ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে প্রশাসনিক কর্মকর্তা ও ক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাহান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের সিনিয়র সাধারণ সম্পাদক মনজুরুল মা-আবুদের সঞ্চালনায় সহপাঠীদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়ন অফসেট প্রেসের ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাব সভাপতি আমিনুল হক বেলাল, সহকারী শিক্ষক ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রমোথেশ দত্ত, অফিসার ইনচার্জ ও ক্লাবের সিনিয়র সভাপতি বিনয় ভূষণ রায়, শিল্প উদ্যোক্তা ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আহমেদ অপু, প্রিমিয়াম ট্যুরস এন্ড ট্রাভেলস ব্যবস্থাপনা পরিচালক Angshu Ghosh, শিল্প উদ্যোক্তা বারিন্দ্র দাস, হোটেল ক্রাউন পার্ক ব্যবস্থাপক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক গুলজার হোসেন, হিসাব বিজ্ঞান প্রভাষক কুতুব উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই আজাদ জুনু, প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, লাফার্জ হিসাবরক্ষণ কর্মকর্তা জুবায়ের আহমেদ চৌধুরী, নেদারল্যান্ড প্রবাসী উজ্জল। ক্লাব সভাপতি আমিনুল হক বেলাল ক্লাবের সদস্য /সহপাঠীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং যুক্তরাজ্য প্রবাসী সহপাঠী আব্দুল হাই আজাদ জুনুকে আপ্যায়নের জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ প্রদান করেন।
সহপাঠীরা তাদের অতীত স্মৃতি স্মৃতিচারণ করেন এবং সবাই রাতের খাবার সম্পন্ন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ