আজ, , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» প্রয়োজনে লাশ তুলে ময়নাতদন্ত হবে, গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা «» জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে হেফাজতের হুঁশিয়ারি «» মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা «» পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর «» জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস পাইলগাও ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন «» জগন্নাথপুর বিএনপি নেতা আখলুল করিমকে যুক্তরাজ্যে সংবর্ধনা «» চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির «» বিশ্বনাথে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» নির্বাচনী অনুমতিতে সিলেটবাসীর কাছে দোয়া চাইলেন আরিফুল হক «» পরিত্যক্ত বাঁশ ঝাড়ের নিচ থেকে নবজাতক শিশু উদ্ধার





ব্যবসায়ীর ৮ লাখ টাকা ছিনতাই : বন্ধুসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট :: সিলেটের নগরীর কাজিরবাজারের সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেনের ম্যানেজার জয় ছিনতাইর শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর দক্ষিণ সুরমার তেতলি বাইপাস এলাকায় এ ছিনতাইর ঘটনাটি ঘটে। এ ঘটনায় একটি মোটরসাইকেল ও ছিনতাইকৃত ৮ লাখ টাকা উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সিলেটের কোতয়ালী থানার বাসিন্দা এবং ও ব্যবসায়ীর বন্ধু জুবেল আহমদ এবং বাহারুল নামে আরো একজন। এ ব্যাপারে ইসমাইল হোসেন বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।সিলেট ভ্রমণ গাইড সূত্র জানায়, সুপারি ব্যবসায়ী ইসমাইল হোসেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাংলাবাজারের এক ব্যবসায়ীকে তার পাওনা টাকা দেওয়ার জন্য বন্ধু জুবেল ও ম্যানেজার জয়কে শুক্রবার সন্ধ্যার পরে পাঠান। জুবেল ম্যানেজার জয়কে মোটরসাইকেলযোগে বাংলাবাজারের উদ্দেশ্যে না নিয়ে দক্ষিণ সুরমার চন্ডীপুল পার হয়ে তেতলি বাইপাস রোডের দিকে নিয়ে গেলে ২টি মোটরসাইকেলে ৪ জন এসে গতিরোধ করে মারধর করে সাথে থাকা ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তেমুখি বাইপাস রোডের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ম্যানেজার জয় তাৎক্ষনিক তার মালিক ইসমাইল হোসেনকে অবগত করলে ইসমাইল হোসেন লোকজনকে নিয়ে সাথে সাথে বরইকান্দি টেকনিক্যাল রোডের দিকে আসলে ছিনতাইকারীদের ২টি মোটরসাইকেলে টাকার ব্যাগসহ দেখতে পান। তখন ব্যবসায়ী ইসমাইল হোসেন এর চিৎকারে জনসাধারণ এগিয়ে এসে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় তার সাথে থাকা ছিনতাইয়ের ৮ লাখ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়ছে। ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ