ডেস্ক রিপোর্ট :: দাখিল মাদ্রাসায় গোপনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ২৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাগুড়া ইউনিয়নের মাগুড়া মুন্সিপাড়া মাদ্রাসা মাঠে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসায় গোপনে নিয়োগ বাতিল ও সুপার রফিকুল ইসলামের পদত্যাগ সহ নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানবন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র বাদশা মিয়া,মাহমুদুল হাসান,আল মামুন ও অভিভাবক আব্দুল বারি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি একটি পরিবার তন্ত্রের পরিনিত হয়েছে। ফলে সাবেক সভাপতি সামসুল হক তার স্ত্রী এবং দুই ছোট ভাইয়ের স্ত্রী কে বিধি বাহির্ভুতভাবে মাদ্রাসায় চাকরি দেন। সর্বশেষ যে নিয়োগ টি হয়েছে সেটিসহ সমস্ত নিয়োগে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিধি বাহির্ভুতভাবে নিয়োগ দিয়েছেন মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম ও সাবেক সভাপতি সামসুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা পূর্বের সমস্ত নিয়োগ বাতিল করে পুনরায় নতুন ভাবে নিয়োগ দেওয়া জন্য দাবি জানান। এ ব্যপারে মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম বলেন যত নিয়োগ হয়েছে তা যথাযথ নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। আমার বিরুদ্ধে অনিত অভিযোগ উদ্দেশ্য প্রোণোদিত বলে জানান।