আজ, , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» প্রয়োজনে লাশ তুলে ময়নাতদন্ত হবে, গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা «» জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে হেফাজতের হুঁশিয়ারি «» মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা «» পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর «» জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস পাইলগাও ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন «» জগন্নাথপুর বিএনপি নেতা আখলুল করিমকে যুক্তরাজ্যে সংবর্ধনা «» চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির «» বিশ্বনাথে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» নির্বাচনী অনুমতিতে সিলেটবাসীর কাছে দোয়া চাইলেন আরিফুল হক «» পরিত্যক্ত বাঁশ ঝাড়ের নিচ থেকে নবজাতক শিশু উদ্ধার





নববধূর সাজপোশাক পছন্দ না হওয়ায় বরপক্ষকে পিটুনি

ডেস্ক রিপোর্ট :: নববধূর জন্য আনা সাজপোশাক পছন্দ না হওয়ায় বর পক্ষের লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে ভোলা সদর উপজেলায়। এতে বরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শেরেবাংলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শেরে বাংলা গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে রিপার সঙ্গে এক বছর আগে চরসামাইয়া ইউনিয়নের পূর্ব চরকালি গ্রামের মো. আবুর ছেলে সজিবের বিয়ে হয়। শুক্রবার দুপুরে বউ তুলে নিতে শ্বশুর বাড়িতে যান সজিব। বর পক্ষের আনা কাপড় ও অন্যান্য প্রসাধনী পছন্দ না হওয়ায় সজিবের বড় ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডা হয় কনেপক্ষের। এক পর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কনে পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বরসহ তার সঙ্গীদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এতে আহত বর সজিব, জাহিদ, অন্তু, মো. সোহেল, ফাতেমা ও ময়নাসহ ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে ঘটনার পর থেকে কনের বাবা শাহাবুদ্দিনসহ ওই বাড়ির পুরুষ সদস্যরা আত্মগোপনে রয়েছেন। শাহাবুদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, এ বিষয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ