আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





আহ তীব্র গরমে নাভিশ্বাস

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

 

আহ তীব্র গরমে নাভিশ্বাস ,
অসহ্য তাপদাহে জীবননাশ।

তীব্র গরমের যন্ত্রণা বাচেনা আর মন,
জীবনাবসান হয়ে যায় কি যে গরম?
আবাল বৃদ্ধ বনিতা শিশু বাচ্চার কি যে কষ্ট,
সৃষ্টি কর্তার দয়া ছাড়া কেহ পাবেনা ক্রেষ্ট।

সৃষ্টিকর্তার দয়ায় বাচি আর মরি,
সর্বাস্থায় সৃষ্টিকর্তাকে স্মরণ করি।

বৃক্ষরাজি তরুলতা সৃষ্টিকর্তার দান,
বৃক্ষরাজি তরুলতা কেটে করেছে পরিবেশকে ম্লান।

প্রকৃতির কাছে ধনী গরীব সমান,
তার পরও দুনিয়াতে মানুষের এত পার্থক্য আখেরাতে হবে অবসান।

জলবায়ূ পরিবর্তনে আজ এত নাভিশ্বাস,
সবাই মিলে মিশে বেশী বেশী গাছ লাগালে ফেলব নি:শ্বাস।

হিংসা পরিহার করি কাদেঁ কাদ মিলে বাস করি,
সৃষ্টিকর্তাকে মনে প্রাণে স্মরি।

তীব্র গরমে মানুষ এত অশান্তি আজ,
সৃষ্টিকর্তার কাছে দুহাত তোলে করি মোনাজত নাই কোন লাজ।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ