ডেস্ক রিপোর্ট :: সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন বলে জানা গেছে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনকে আটক করে। শুক্রবার (১৩ জুন) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমবাড়ী গ্রামের মাওলানা ফারুক হিসেবে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বংকুরা গ্রামের রেয়াজুল শেখ ৩০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকার সুদসহ তিনি ৬০ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু মাওলানা ফারুক তাতে রাজি না হয়ে মাঝবাড়ী গ্রামের তার আত্মীয় ফারুকের মাধ্যমে আরও টাকা দাবি করেন। বৃহস্পতিবার ফারুকের লোকজন সুদের টাকা আদায়ের জন্য রেয়াজুল শেখকে তার বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামের লোকজন বাধা দিলে একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেবেন বলে পরিস্থিতি শান্ত করেন। পরে শুক্রবার সকালে আবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষ সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কয়েকজনকে আটক করা হয়েছে।