নিজস্ব প্রতিবেদক :: শ্রমিক মজলিস সুনামগঞ্জের জামালগঞ্জে কাজী মোস্তাক আহমদকে সভাপতি ও দিলুয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে উপজেলা শাখা পূর্ণগঠন করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাদ আছর উপজেলার সাচনাবাজার জামে মসজিদ শ্রমিক মজলিস জামালগঞ্জ উপজেলা শাখা পুনর্গঠন করা হয়। এতে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। অধিবেশনে ২০২৫-২৬ সেশনের জন্য শ্রমিক মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার দায়িত্বশীলরা হলেন, সভাপতি কাজী মোস্তাক আহমদ, সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক দিলুয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান লাল মিয়া, বায়তুল মাল সম্পাদক আব্দুল করিম, নির্বাহী সদস্য নূর মোহাম্মদ। সভায় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আখতার হোসেন, অফিস সম্পাদক মাওলানা আলী খান, জেলা নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক আইন উদ্দিন সুজন প্রমূখ।


সুনামগঞ্জে শ্রমিক মজলিস জামালগঞ্জ উপজেলা শাখা পূর্ণগঠন
১৩ জুন ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন|
পোস্টটি ১২২ বার পড়া হয়েছে







