আজ, , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» প্রয়োজনে লাশ তুলে ময়নাতদন্ত হবে, গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা «» জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে হেফাজতের হুঁশিয়ারি «» মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা «» পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর «» জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস পাইলগাও ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন «» জগন্নাথপুর বিএনপি নেতা আখলুল করিমকে যুক্তরাজ্যে সংবর্ধনা «» চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির «» বিশ্বনাথে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» নির্বাচনী অনুমতিতে সিলেটবাসীর কাছে দোয়া চাইলেন আরিফুল হক «» পরিত্যক্ত বাঁশ ঝাড়ের নিচ থেকে নবজাতক শিশু উদ্ধার





জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত রাজন দে (৩৫) কাদিপুর গ্রামের মৃত অরবিন্দু দের ছেলে। গুরুতর আহত রাজন দে-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রেরন করেন। এ ঘটনায় রাজন দে বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে রাজন দে জানান। গুরুতর আহত রাজন দে জানান, পূর্ব বিরোধের জের ধরে মৃত আলী নেওয়াজের ছেলে আলী মিয়া ও মৃত সত্যেন্দ্র কুমার দের ছেলে কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শংকর কুমার দে সহ বিবাদীদের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। শনিবার (৭ জুন)  সকাল সাড়ে ৯ টায় রাজন দে একই গ্রামের পবিত্র সূত্রধরের চায়ের দোকানে চা খাইতে যায়। বিরোধের জেরে প্রতিপক্ষ আলী মিয়া ও শংকর কুমার দের নেতৃত্বে  ১০/১২ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রাজন দে এর উপর হামলা চালায়। হামলায় রাজন দের ডান পা ভেঙ্গে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। রাজন দে আরো জানান, তার সাথে থাকা নগদ টাকা সহ জরুরি জিনিষপত্র হামলাকারীরা নিয়ে যায়। বিবাদীরা আমার উপর হামলা করে ক্ষান্ত হয়নি। তাদের অব্যহত হুমকিতে আমি পরিবার পরিজন নিয়ে বাড়ি ছাড়া। রাজন দে তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ