ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা রানীগঞ্জ বাজারে আজ শুক্রবার (১৩ জুন) সকাল ১১ টার দিকে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে জাহাঙ্গীর মিয়া ও আব্দুর গফফারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষ চলাকালে রানীগঞ্জ বাজার সিএনজি অটোরিকশার অফিস ভাংচুরের অভিযোগও পাওয়া গেছে। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই হাদী আব্দুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে জাহাঙ্গীর মিয়া ও আব্দুর গফফারের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০জন আহত হন। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় থানায় লেখিত অভিযোগ দায়ের করা হয়।


জগন্নাথপুরে সিএনজি চালক ২ গ্রুপের সংঘর্ষে আহত ১০
১৩ জুন ২০২৫, ৫:১৬ অপরাহ্ন|
পোস্টটি ১৭৩ বার পড়া হয়েছে







