ডেস্ক রিপোর্ট :: পানি উন্নয়ন বোর্ডের জমি দখলকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ওই জমিতে বানানো টিনসেড দোকান ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালারবাজারে ঘটনাট ঘটে স্থানীয় বাসিন্দা ও ব্যববসায়ীরা জানান, উত্তরভাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান আজাদ ও উত্তরভাগ ইউনিয়ন যুবদল নেতা ও সাবেক ইউপি সদস্য মজনুর রহমান গ্রুপের মধ্যে বাজারে দোকান কোঠা নির্মাণকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে আজাদ গ্রুপ দোকান ভাঙ্গতে আসলে মজনু মেম্বার গ্রুপের লোকজন মুখামুখি হলে কিছু সময় দেশীয় অস্ত্রসহ ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে মজনু গ্রুপ পিছু হটলে আজাদ গ্রুপ নবনির্মিত টিনসেটের স্থাপনায় ভাংচুর করে। যুবদল নেতা মজনুর রহমান বলেন, বাজারে পানি উন্নয়ন বোর্ডের সড়কের পাশে আজাদের জমি রয়েছে। তিনি বলেন, আজাদ ওয়াপদার জমি বন্দোবস্ত এনেছেন এটি সবাইকে বলছেন। কিন্তু এটার কোন বৈধ কাগজ নেই। পানি উন্নয়ন বোর্ড একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এতে বলা আছে কেউ এই জমি ব্যবহার করতে পারবে না। ওয়াপদার সড়কের পাশে ওয়াপদার জায়গায় আমরা একটি ঘর তুলেছি। আজ আজাদ তার ভাই, চাচাসহ বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের দোকান ভাঙ্গচুর করেছে। উত্তরভাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান বলেন, এখানে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে। এর সামনে পানি উন্নয়ন বোর্ডের কিছু জায়গা আছে। নিয়ম অনুয়ায়ী পিছন যার সামন তার। এই হিসেবে ভোগ করছি। তিনি বলেন, সম্প্রতি একটি মিথ্যা হত্যা মামলায় আমি কারাগারে থাকায় মজনুর রহমান, কালাম ও সাব্বির এই জায়গায় স্থাপনা নির্মাণ করে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোর্শেদুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ যাবার আগেই সংঘর্ষ থেমে যায়। তবে ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।