আজ, , ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» প্রয়োজনে লাশ তুলে ময়নাতদন্ত হবে, গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা «» জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে হেফাজতের হুঁশিয়ারি «» মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা «» পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর «» জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস পাইলগাও ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন «» জগন্নাথপুর বিএনপি নেতা আখলুল করিমকে যুক্তরাজ্যে সংবর্ধনা «» চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির «» বিশ্বনাথে জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» নির্বাচনী অনুমতিতে সিলেটবাসীর কাছে দোয়া চাইলেন আরিফুল হক «» পরিত্যক্ত বাঁশ ঝাড়ের নিচ থেকে নবজাতক শিশু উদ্ধার





ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে মানবিক বাানিয়াচং স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন চক্ষু শিবির ক্যাম্পিং এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলা মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মানবিক বানিয়াচংয়ের আহ্বায়ক ফরহাদ হোসেন বকুলের সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক ডা. সাহিদুর রহমান ও ফজলে এলাহীর যৌথ পরিচালনায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার বিভাগীয় ক‌মিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.ফরিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা, কৃষি অফিসার এনামুল হক, দৃষ্টি উন্নয়ন সংস্থা ঢাকার নির্বাহী পরিচালক অধ্যাপক ডা.শাহিন রেজা চৌধুরী, বিএসডি মহিলা মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা মোবাশ্বির আহমদ প্রমুখ। প্রধান অতিথির ব্যক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উ‌দ্দিন আহমদ চেীধুরী বলেন, আমি বানিয়াচংয়ের সন্তান, এই মান‌বিক কাজে অংশগ্রহন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বানিয়াচংয়ের মানুষের জন্য ‌যে কোন মানবিক কাজে আমাকে আপনাদের পা‌শে পাবেন। যারা এই মানাবিক কা‌জ এর আয়োজন করছে এবং সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ জানান তিনি। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৫ শতাধিক বিভিন্ন পর্যায়ের চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ