ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মো. তৌরিছ মিয়া, মো. আজাদ মিয়া এবং তাদের পরিবারের সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠিত আর-রাহমান হাফিজিয়া মাদরাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন আমাদের প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব দ্বীনি শিক্ষা অর্জন। এই দ্বীনি শিক্ষা অর্জনে যুক্তরাজ্য প্রবাসী মোঃ তৌরিছ মিয়া, মোঃ আজাদ মিয়া ও তাদের পরিবার কর্তৃক আর-আর-রাহমান হাফিজিয়া মাদ্রাসা স্থাপন বিশাল মহতি উদ্যোগ।শিক্ষার্থীরা এই মাদরাসা থেকে কুরআনের জ্ঞান অর্জন করে সমাজে প্রচার ও প্রসার ঘটাবেন। ভবিষ্যত প্রজন্মের জন্য এটি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মইজপুর গ্রামে প্রতিষ্ঠিত আর-রাহমান হাফিজিয়া মাদরাসায় উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মো. তৌরিছ মিয়া। আর- রাহমান হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মো. আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান আতাউর রহমান, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, বাংলাদেশ প্রেসের সভাপতি ও ব্যবসায়ী তোফায়েল খান, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান, এসনিক সিলেটের সাধারণ সম্পাদক জুনাইদ আব্দুল গুলজার, মহানগর বিএনপি নেতা মো. শুকুর, দিনার আহমদ প্রমুখ।


দ্বীনি শিক্ষা অজর্ন মুসলমানদের নৈতিক দায়িত্ব- সিলেটের সাবেক মেয়র আরিফ
১২ জুন ২০২৫, ১১:৪২ অপরাহ্ন|
পোস্টটি ১১৮ বার পড়া হয়েছে







