নিজস্ব প্রতিবেদক :: “ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশি লাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী জেলা মডেল মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণ মজলিসে জেলা শাখার সভাপতি মুফতী আজিজুল হকের সভাপতিত্বে, সেক্রেটারী হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রহমত আলীর যৌথ পরিচালনায় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও নয় দফা কর্মসূচী নিয়ে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান,
সংগঠনের নিয়মিত কাজ নিয়ে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কর্মীর কাজ বৈশিষ্ট্য ও গুণাবলী নিয়ে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নুরুদ্দিন, দারসে কুরআন পেশ করেন মুফতী ইফতেখারুল ইসলাম হাসান, প্রশিক্ষণ মজলিসে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মুফতী আজিজুল হক। প্রশিক্ষণ মজলিসে অংশ গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা শাখা ও জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রশিক্ষণ মজলিস শেষে এহতেসাব, পুরুষ্কার বিতরণী, হেদায়তী বক্তব্য এবং মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ মজলিস সমাপ্ত হয়।