আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জল- জোছনার কাব্য

লুৎফুর রহমান তারেক

 

সারি সারি সুউচ্চ পাহাড়
তার-ই পাশঘেঁষা নীলাভ জলরাশি
জল-পাহাড়ে মিলেমিশে একাকার
করে আনন্দ হাসাহাসি।

 

ছয়কুড়ি হাওর আর নয়কুড়ি বিল
জলে মাছে নিত্য করে খেলা
রাতের বেলা জ্বলে ওঠে জোনাক
বসে জল-জোছনার মেলা।

 

জীববৈচিত্র্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর
সমৃদ্ধ করেছে জনপদ
হাওর বাওর নদীনালা বিল
সুনামগঞ্জের সম্পদ।

 

নলুয়া শনি দেখার হাওর
দেখলে চোখ জুড়িয়ে যায়
কখনও সবুজ সোনালী ধানে হয় পূর্ণ
কখনও অথৈ জলের মোহময়তায়।

 

ভাবুকপ্রাণ ছুটে আসে দলে দলে
ভাবনাতে হয় বিভোর
হাওর জলের সৌন্দর্যে মন
হারায় কল্পপুর।

 

কবি: গ্রাম- শ্রীরামসি, জগন্নাথপুর, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ