ইমামুল ইসলাম রানা
বিষের বাঁশি
উঠলো হাসি
ছন্দেতে নজরুল,
সাহিত্য কানন
ফুলে ফুলে
পুলকিত বুলবুল।
উন্নতশির
কালজয়ী বীর
রনাঙ্গনে উঠে জয়,
তেজ দ্বীপ্ত
নির্ভীক কন্ঠে
শত্রুর পরাজয়।
তুমি চৈত্রের
খড়তায় মাখা
ধুমকেতুর জ্বালা,
শিরে জয়মুকুট
গলায় ক্ষুদ্ধ
ফণি মনসার মালা।
হে বিপ্লবী
বিদ্রোহী
সাম্যবাদী কবি,
অধিকার
আদায়ের
জ্বলে উঠা রবি।
কবি: গ্রাম- ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ, মোবাইল 01712-745419










