ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল খেলা ফাইনালের মতোই হলো। শ্বাসরুদ্ধকর ফাইনালে রোমাঞ্চ ছড়িয়ে জয় পেল সুনামগঞ্জ সদর উপজেলা। শুক্রবার (২৩ মে) বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ছাতক উপজেলাকে টাইব্রেকারে ১(৩)-১(৪) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিচ্ছিল। প্রথমার্ধে উভয় দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। পরে খেলার দ্বিতীয়ার্ধে এসে ছাতক তাদের আক্রমণ আরও শাণিত করে। খেলার ৪৮ তম মিনিটে ছাতকের খেলোয়াড় নূর গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মহিবুর ৬৮ মিনিটে পেনাল্টি ক্লিকে গোল করে খেলা ১-১ গোলে সমতায় নিয়ে আসেন। পরে দুই দল আরও আক্রমণাত্মক হয়ে উঠেন এবং মাঠে শুরু হয় দর্শকদের উন্মাদনা। তবে নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল পায়নি কোনো দল। শেষ মুহূর্তে ম্যাচ গড়াল টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে ছাতকে হারিয়ে জয় তুলে নেয় সুনামগঞ্জ সদর উপজেলা। অবসান হলো দীর্ঘ অপেক্ষার। ‘সদর-সদর, চ্যাম্পিয়ন-চ্যাম্পিয়ন’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো স্টেডিয়াম। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাপর্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। পরে চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জ সদর উপজেলার হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সুনামগঞ্জ সদর উপজেলার পক্ষে ট্রফি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। রানার-আপ ট্রফি গ্রহণ করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। টুর্নামেন্টে সেরা গোলদাতার পুরস্কার গ্রহণ করেন ছাতক উপজেলার ১৭ নম্বর জার্সি পরিহিত রাজ এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করেন ১০ জার্সি পরিহিত সদর উপজেলার ইকবাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, জেলা ক্রীড়া অফিসার মো. আল-আমীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম প্রমুখ।










