আজ, , ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে জাল টাকা ক্রয়-বিক্রয়কালে জাল টাকাসহ গ্রেফতার- ১

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার নির্দেশে জাল টাকা ক্রয় বিক্রয়কালে জাল টাকার এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কলকলিয়া পয়েন্ট- বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাল টাকা ক্রয়-বিক্রয়কালে ১ হাজার টাকার ২৫টি জাল নোটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন পালানোর চেষ্টাকালে কলকলিয়া শ্রমিক সংগঠনের সভাপতি নানু মিয়ার সহযোগিতায় জাল টাকার ব্যবসায়ী সুজাতকে জাল টাকাসহ গ্রেফতার করা হয়। অপর ২ জন পালিয়ে যায়। জাল টাকা ক্রয় বিক্রয়কালে গ্রেফতারকৃত জাল টাকার ব্যবসায়ী সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সিকান্দরপুর গ্রামের আকামত আলীর ছেলে সুজাত মিয়া (২৩)। জাল টাকাসহ গ্রেফতারকৃত সুজাত মিয়াকে আজ শুক্রবার (২৩ মে) পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ